তারিখঃ ১২-০৮-২০১৩
অদ্য রোজ সোমবার বাদী ও বিবাদী গ্রাম আদালতে হাজির হয়ে তাদের উপস্থিতি হাজিরা দেন।বাদী ও বিবাদী তাহাদের মনোনীত সালীশদের নিয়ে বিগত তারিখের সিদ্ধান্ত অনুযায়ী তাহারা এলাকায় বসেন।তাহারা উভয়ে জায়গা জমি সংক্রান্ত বিরোদ নিয়ে দীর্ঘদিন যাবৎধফায় ধফায় জগড়া বিবাদ
করে আসছিল।পরবর্তী সময়ে তাহারা ইউনিয়ন পরিষদের স্বরনা পন্ন হয়।চেয়ারম্যান সাহেব তাদেরকে সালীশ মনোনীত করে এলাকায় আপোষ মিমাং
শা হওয়ার জন্য জোরালো ভূমিকা গ্রহনঙ্ক করেন।সালীশগন বাদী ও বিবাদী উভয় পক্ষের দায়েরকৃত অভিযোগ শুনে উভয় পক্ষকে তাদের পাওনা জায়
গা বুঝাইয়া- দিয়া, আপোষ মীমাংসা করে বিবাদীর অঙ্গিকার নামা ও উভয়ের স্বাক্ষরিত আপোষ নামা প্রদান করেন। মামলাটি খুব সুন্দর ভাবে নিস্প
ত্তি করা হয়। এতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS