মাঝিরগাঁও নয়া মসজিদটি আজ থেকে প্রায় ২৫০ বৎসর আগে মাঝিরগাঁও,দাস পাড়া এবং কাশিমনগরের মুসুল্লীরা ধর্মীয় ইবাদতের জন্য এলাকাবাসীর
সাহায্য সহযোগীতায় সাধারনভাবে টিন এবং বাঁশ দিয়ে নির্মান করেন। পরবর্তী সময়ে মসজিদটি সাধারন ইটদিয়ে নির্মিত হয়। কালক্রমে মসজিদটি আজও
এ সময়ের মানুষের অনুদানে ০৫ তলা পাউন্ডেশনের ২ তালা অত্যান্ত্য সুদৃশ্য মসজিদ নির্মান করা হয়েছে। এই মসজিদে বহুলোক দূর দুরান্ত হতে এই মসজিদে
নামাজ পড়তে আসে। মসজিদটি সবার কাছে অনেক প্রাচীন মসজিদ হিসেবেই পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস