সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক -প্রস্তাবিত, ব্রাক ব্যাংক-বিকাশ, ইসলামী ব্যাংক এম ক্যাশ ), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, টেলিমেডিসিন সেবা ও সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
সেবা সমূহ :
· জেলা ই-সেবা কেন্দ্রের সেবা।
· কম্পিউটার কম্পোজ।
· পাসপোর্টের ফরম পাওয়া যায় ও নতুন পাসপোর্ট প্রসেসিং করা হয়।
· বিদেশে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজ পত্র পাঠানো হয়।
· সকল প্রকার সরকারী-বেসরকারী ফরম ডাউনলোড ও পূরনের সুবিধা,সরকারি ওয়েবসাইট থেকে নোটিশ,গেজেট, প্রজ্ঞাপন,পরিপত্র সংগ্রহ।
· ই-মেইল কর যায়, নতুন ই-মেইল ঠিকানা খোলা হয়।
· স্ক্যানিং করা হয় ও ভিডিও কল করা যায়।
· জন্ম-মৃত্যু নিবন্ধন,নাগরিকত্ব সনদ,কৃষি,শিক্ষা,স্বাস্থ্য, চাকুরী সম্পর্কিত তথ্য পাওয়া যায়।
· মোবাইল ব্যাংকিং (বিকাশ, ডাচ্-বাংলা, এম ক্যাশ) করা হয়।
· সকল প্রকার মোবাইলে টাকা রিচার্জ করা হয় ও সংযোগ সীম পাওয়া যায়।
· ছবি তোলা হয়: ৫মিনিটে রঙ্গিন ছবি দেওয়া হয়, ছবি থেকে ছবি করা হয়।
· দেশে-বিদেশে মোবাইল ও ইন্টারনেটে কথা বলা যায়। মোবাইল ফোন ব্যবহার,কার্ড বিক্রয় ও রিচার্জ করা হয়।
· কম্পিউটার প্রশিক্ষণ:(MS-WORD,EXCEL,POWER POINT,MULTIMEDIA,INTERNET,ADOBE PHOTOSHOP)
· বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও ইন্টারনেট এর মাধ্যমে পাবলিক পরীক্ষার ফলাফল।
· মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দেওয়া হয়।
· টেলিটক মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোদ করা হয়।
· ২৪ ঘন্টা আই পি এস এর ব্যবস্থা আছে বাজার কিংবা অন্যান্য জায়গা থেকে কম ফি দিয়ে কাজ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস