দরবেশপুর ইউনিয়নের মানুষ জন সাধারনত আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে। এখানকার বেশির ভাগ লোকেরাই সাধারন জীবন
যাপন করে। এখানকার বেশীর ভাগ লোকেরাই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। এ অঞ্চলের মানুষ আগে জারি-সারি গান ও পুথী
পাঠ ও শুনায় যথেষ্ট পারদরর্শী ছিল,এ ছাড়াও বিভিন্ন গান বাজনায় ছিল তাদের অনেক মানুষেরা খুবই কৌতুহলি। এ সব জারি সারি
আর পুথি পাঠের প্রামিন সংস্কৃতি অনুষ্ঠান এখন আর মোটেও নজরে পড়ে না। এখন মানুষ বিভিন্ন প্রযুক্তিগত কৃষ্টি কালচারে অব্যস্ত ।
এখানকার মানুষ খুবই আঞ্চলিক ভাষায় কথা বলে যাহা সাধু ভাষা থেকে যথেষ্ট তপাত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস